রাজস্থান এখন ধানমন্ডিতে
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১২:২৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

৮ ই আগস্ট রোজ শুক্রবার বিখ্যাত রাজস্থান উদ্বোধন হতে যাচ্ছে ধানমন্ডি ২৭শে ২০ তম শাখা।
উদ্বোধনে থাকছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন, অভিনেতা সিয়াম আহমেদ,শাম্মা রুশাফি অবন্তী, মুকিব জাকিরিয়া, লুইপা, দেবাশীষ বিশ্বাস, জেরিন রহমান, ইমরান রাতুল, মৃদুল এবং আয়ান সাহা এই অনুষ্ঠানের কোরিওগ্রাফি এবং ডিজাইনার গৌতম সাহা।
অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহা। ফ্যাশন কোরিওগ্রাফির পাশাপাশি নাটক, সিনেমায় সমানতালে কাজ করছেন। দেশের পাশাপাশি ওপার বাংলায় বেশকিছু কাজ করেছেন। এরই মধ্যে তার হাতে উঠে একাধিক পুরস্কার।