মুসলিমকে বিয়ে করা অভিনেত্রীর সন্তানকে ‘জঙ্গি’ বলে কটাক্ষ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৮:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ইসলাম ধর্মের অনুসারী প্রেমিক শাহনওয়াজ শেখকে বিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। এবার কটাক্ষকারীরা ছাড়লেন না অভিনেত্রীর সন্তানকেও। দেবলীনার শিশুপুত্রকে জঙ্গি বলতেও ছাড়লেন না তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি স্বামী-সন্তানের একগুচ্ছ ছবি শেয়ার করেন দেবলীনা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘ছোট পরিবার সুখী পরিবার।’তবে বিষয়টি ভালোভাবে নেননি নেটিজেনদের অনেকে। মন্তব্যের ঘরে আক্রমণ করতে থাকেন তারা। 

কারও মন্তব্য, ‘দেবলীনা এত ফর্সা হলে তার সন্তান এত কালো কেন?’ কারও দাবি, ‘ফর্সা মায়ের কোলে এই শিশু বেমানান।’ কেউ কেউ আবার বলেন, ‘একেবারে বাবার মতো হয়েছে।’ একাংশ তো দেবলীনার দুধের শিশুকে, ‘খুদে জঙ্গি’ বলেও কটাক্ষ করেন। 

এদিকে চুপ থাকেননি দেবলীনাও। পাল্টা জবাব দিয়েছেন। নিন্দুকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কী ভেবেছিলেন সন্তান কার মতো হবে? আপনাদের দেখতে কি প্রতিবেশীদের মতো?’ শুধু তাই নয়, অভিনেত্রীর কড়া হুঁশিয়ারি, ‘আমার সন্তানকে নিয়ে কোনো কটু কথা বললে ছেড়ে কথা বলব না!’


আমার বার্তা/এমই