উত্তরায় শর্তসাপেক্ষে আবারও শুরু হচ্ছে শুটিং
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৩:৪৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

উত্তরায় আবারও শুরু হচ্ছে শুটিং। উত্তরার সেক্টর-৪ এলাকায় শুটিং কার্যক্রম নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান হতে চলেছে। শুটিং হাউসগুলোতে ভাড়া না দেয়ার আহ্বান জানায় উত্তরা কল্যাণ সমিতি। এরপরেই বিপত্তি বাঁধে।
তবে নির্মাতা, শিল্পী এবং ডিরেক্টরস গিল্ডের প্রবল আপত্তির মুখে সংস্থাটি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়।
শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি কিছু শর্ত আরোপের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। রাত ১১টার পর শুটিং করা যাবে না, আবাসিক এলাকায় রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না; এসব শর্তে উত্তরায় শুটিং বন্ধের নির্দেশনা প্রত্যাহার করা হতে পারে।
আমার বার্তা/এল/এমই