কুসুম শিকদারের ময়ুরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড অর্জন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:৩৮ | অনলাইন সংস্করণ
তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ :

চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ময়ুরপঙ্খী ইন্টারন্যাশনাল প্রদত্ত ময়ুরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড ২০২৫ এ ভূষিত হলেন জনপ্রিয় চিত্রনায়িকা কুসুম শিকদার।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর, ইউএস-বাংলা'র জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম, ময়ুর পঙ্খী ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা রুহিত সুমন।
কুসুম শিকদার তার অভিনিত থ্রিলার ধর্মী চলচ্চিত্র শরতের জবা'র জন্য এই অ্যাওয়ার্ড পান। এই চলচ্চিত্রে তার বিপরীতে নায়ক ছিলেন ইয়াশ রোহান। ইমপ্রেস টেলিফিল্ম ও পহড়ডাঙ্গা পিকচার্সের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের পরিচালনা এবং প্রযোজনায়ও করেন কুসুম শিকদার। তার সাথে যৌথ প্রযোজনায় ছিলেন ফরিদুর রেজা সাগর। কুসুম শিকদার ২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
২০১০ সালে গহীনে শব্দ দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিনয়শিল্পী হিসেবে এবং ২০২৪ সালে শরতের জবা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক করেন। তার দ্বিতীয় চলচ্চিত্র লাল টিপ-এর জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী ক্যাটাগরিতে জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। তার অভিনীত আরেকটি চলচ্চিত্র শঙ্খচিল-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
আমার বার্তা/এল/এমই