ঐশ্বরিয়ার সঙ্গে ‘চুক্তির বিয়ে’ প্রসঙ্গে যা বললেন অভিষেক

প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১২:৪২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিশ্ব সুন্দরী খেতাব জয়ী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে ‘চুক্তির বিয়ে’ করেছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এমন একাধিক গুঞ্জন ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনে। দাম্পত্য জীবন নিয়ে বরাবরই চুপ থাকতে পছন্দ করেন অভিষেক। তবে এবার নীরবতা ভাঙলেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, দর্শকের কৌতূহল মেটাতে কখনই বিবাহিত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না অভিষেক। কারণ যেকোনো গুঞ্জনই তিনি তেমন পাত্তা দেন না।
 
সম্প্রতি বলিউডে ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন বলিউড শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক। তাই সংবাদমাধ্যমের বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন।
 
একান্ত সাক্ষাৎকারে অভিষেককে দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ১৭ বছরের দাম্পত্য জীবনে অসংখ্যবার নানা জল্পনা-কল্পনার শিকার হয়েছি। সত্যি কথা বলতে আগে এগুলো পাত্তা দিতাম না। কিন্তু এখন খারাপ লাগে কারণ আমার একটা পরিবার আছে।
 
‘চুক্তির বিয়ে’সহ একাধিক গুঞ্জনে কেন নীরব থাকেন জানতে চাইলে অভিষেক বলেন, আমাকে আর ঐশ্বরিয়াকে নিয়ে অসংখ্যবার কাটাছেঁড়া হয়েছে। অতীতে আমি  যতই বিষয়টি পরিষ্কার করতে কথা বলেছি, কোনো সমাধান পাইনি। তাই নীরব থাকাটাই প্রাধান্য দেই।
 
অভিষেক আরও বলেন, আমি যা-ই বলব সত্যির বদলে লোক সে তথ্য বিকৃত করবে। কারণ নেতিবাচক খবরই বিক্রি হয়। তাই এখন ভাবি আমার জীবন যারা বাঁচাচ্ছেন না, তাদেরকে উত্তর দেয়ার দায়ও আমার নেই।
 
প্রসঙ্গত, ২০০৭ সালে ঐশ্বরিয়াকে ভালোবেসে বিয়ে করেন অভিষেক। তাদের সংসারে ২০১১ সালে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা সন্তান আরাধ্য বচ্চন।

 

আমার বার্তা/এল/এমই