সুচিত্রা সেন আবাসিক হলের নাম বদলানোয় প্রিন্স মাহমুদের ক্ষোভ
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৬:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি পাবনায় তার নাম পরিবর্তন করে আবাসিক হলের নতুন নামকরণ করার বিষয়টি কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
কলকাতার একাধিক গণমাধ্যম আবার এই ঘটনার মধ্যে ধর্মীয় যোগ খুঁজে পেয়েছে। এতোসব আলোচনার মধ্যে বিষয়টির দিকে আলো ফেললেন দেশের প্রখ্যাত সুরকার প্রিন্স মাহমুদ।
তিনি এক ফেসবুক পোস্টে দাবি করেন, সুচিত্রা সেন কখনো আওয়ামী লীগ করেননি। তিনি বলেন, ‘‘সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম না কি এখন ‘জুলাই-৩৬ ছাত্রীনিবাস’। বোঝেন অবস্থা! সুচিত্রা সেন শুধু পাবনার না, বাংলাদেশের ব্র্যান্ড। তিনি কোনো দিন আওয়ামী লীগ করেছেন বলে খবর পাওয়া যায়নি। লজ্জা...’’।
সুচিত্রা সেন
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে সম্প্রতি। কলেজের শেখ রাসেল ছাত্রাবাসের পরিবর্তিত নাম ‘বিজয় ২৪ হল’, বেগম ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের পরিবর্তিত নাম ‘আয়েশা সিদ্দিকা (রা.) ছাত্রীনিবাস’ এবং সুচিত্রা সেন ছাত্রীনিবাসের পরিবর্তিত নাম ‘জুলাই ৩৬ ছাত্রীনিবাস’ নামকরণ করা হয়।
তবে সুচিত্রা সেনের নাম বাদ দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করছেন অনেকেই। পাবনার সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোও এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
সুচিত্রা সেন
গতকাল (২২ মে) সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, পাবনার সাধারণ সম্পাদক ড. নরেশ মধু গণমাধ্যমকে বলেন, ‘এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়। সুচিত্রা সেন এই উপমহাদেশের একজন প্রখ্যাত অভিনেত্রী এবং পাবনাবাসীর গর্ব। তিনি যেহেতু সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে, সেহেতু তার নামে করা হলের নাম পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এটি পাবনাবাসীর জন্য লজ্জাজনক ও সাংস্কৃতিক অঙ্গনে বিরূপ প্রভাব পড়বে। আমরা চাই ওই ছাত্রীনিবাসের নাম সুচিত্রা সেনের নামে পুনরায় বহাল করা হোক।’
আমার বার্তা/এল/এমই