গুঞ্জনের মাঝেই একসঙ্গে অনুষ্ঠানে অভিষেক-ঐশ্বরিয়া
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৩:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বলিউডের আলোচিত দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের গত মাসে বিবাহবার্ষিকী ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করেছিলেন ঐশ্বরিয়া। এ ছবিই ছিল নিন্দুকদের গুঞ্জন ছড়ানোর জন্য উপযুক্ত জবাব।
এ ঘটনার মাত্র কয়েকদিন পর আবারও আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে রং মিলিয়ে পোশাক পরতে দেখা গেল অভিষেক ও ঐশ্বরিয়াকে। তার সঙ্গে রয়েছে মেয়ে আরাধ্যাও। স্ত্রীর দিকে প্রায় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেও দেখা গেছে অভিষেক বচ্চনকে।
একটি জানা গিয়েছে, মুম্বাইতে কারও বিয়ে বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলেন অভিষেক-ঐশ্বরিয়া রাই। মেয়ে সবসময়ের সঙ্গী থাকে ঐশ্বরিয়ার। তাই এ অনুষ্ঠানেও মেয়েকে তার পাশে দেখা গেছে। ভিডিওতে একই রঙের পোশাকে দেখা গেছে সবাইকে। ভিডিওতে দেখা গেছে, রাহুল বৈদ্য গান করছেন। ‘বাবলি অর বান্টি’ সিনেমার সেই জনপ্রিয় ‘কাজরা রে’ গানটি গাইছেন তিনি।
সেই গানেই তালে তালে নাচছেন ঐশ্বরিয়া। তাতে মাঝেমধ্যে সঙ্গত দিচ্ছে মেয়ে আরাধ্যাও। তবে অভিষেকের নজর স্ত্রীর দিকে। হাসিমুখে অপলক দৃষ্টিতে স্ত্রীকে দেখলেন অভিষেক। হাততালি দিলেন। চোখে চোখও পড়ল দুজনের। তখন পালটা লাজুক হাসি হাসেন অভিষেক ঐশ্বরিয়া।
২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালে বচ্চন পরিবারের আসে নতুন সদস্য। ঐশ্বরিয়ার কোল আলো করে আসে আরাধ্যা। কয়েক বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে বলিউডজুড়ে।
বলিউডের আশেপাশে কান পাতলেই শোনা যাচ্ছিল মন খারাপ করা সংবাদ। কখন শোনা গেছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না ঐশ্বরিয়া, সে কারণেই নাকি বিচ্ছেদে হতে যাচ্ছে। আবার কেউ কেউ দাবি করতেন, শাশুড়ি নয়। অভিষেকের সঙ্গেই নাকি ঐশ্বরিয়ার মতবিরোধ সবচেয়ে বেশি দেখা দিয়েছে। তাই দুজন দুটি পথে হাঁটতে যাচ্ছেন। একাধিক অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায়নি তাদের। শুধুমাত্র মেয়ে আরাধ্যার সঙ্গে ঐশ্বরিয়াকে দেখা গেছে।
আমার বার্তা/এল/এমই