ভক্তদের ভিড়ে আহত হয়ে হাসপাতালে সুপারস্টার অজিত কুমার

প্রকাশ : ০১ মে ২০২৫, ১৫:৩৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দক্ষিণী সিনেমার সুপারস্টার অজিত কুমার দিল্লিতে 'পদ্মভূষণ' পুরস্কার গ্রহণের পর চেন্নাই ফিরছিলেন। পথে ভক্তদের ভিড় থেকে চোট পেয়ে আহত হন দক্ষিণী সিনেমার সুপারস্টার অজিত কুমার।

বুধবার (৩০ এপ্রিল) তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, পায়ে আঘাত পেয়েছেন এই তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার অজিত কুমার চেন্নাই বিমানবন্দরে ভিড়ে আটকা পড়েন। এ সময় চাপাচাপিতে তিনি আহত হন। ঘটনার সময় স্ত্রী শালিনী, সন্তান আনুশকা ও আডভিকও তার সঙ্গে ছিলেন। আহত হলেও ভক্তদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখা গেছে, ভিড়ে রীতমতো চাপা পড়েছেন অজিত। তারপরও ভক্তদের সাথে ছবি তুলতে অনীহা প্রকাশ করেননি তিনি। তবে ধাক্কাধাকির ধকল সইতে না পেরে আহত হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

জানা গেছে, পদ্মভূষণ সম্মানে ভূষিত হওয়ার পর দিল্লি থেকে চেন্নাই ফেরেন অভিনেতা। সে সময় বিমানবন্দরে জড়ো হওয়া ভক্তদের ভিড়ে পায়ে চোট পান তিনি। তাকে ফিজিওথেরাপির জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে তাকে খুব দ্রুতই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, অজিত কুমার ২৮ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর হাত থেকে ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেছেন। সিনেমায় ত্রিশ বছরেরও বেশি সময় ধরে তার অবদানকে সম্মানিত করা হয়েছে এই স্বীকৃতির মাধ্যমে। দক্ষিণ ভারতের আরেক কিংবদন্তি অভিনেতা নন্দামুরি বালাকৃষ্ণার সঙ্গে এই সম্মান লাভ করেন অজিত।

অভিনয়ের বাইরে অজিত কুমার নিয়মিত রেস করেন। তার মুখপাত্র জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই বেলজিয়ামে আয়োজিত ১২ এইচ রেস ইভেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারকা। এর মধ্যে এমন চোট পেয়েছেন বলে খুব চিন্তিত হয়ে পড়েছেন অভিনেতা। তাই দ্রুত সুস্থ হতে মরিয়া তিনি।

বর্তমানে অজিত কুমারের দুটি সিনেমা ‘ভিডামুয়াচি’ এবং ‘গুড ব্যাড আাগলি’ ভালো ব্যবসা সফল।

 

আমার বার্তা/এল/এমই