খান আমিরের পরিচালনায় আসছে ‘প্রেম ভাই’
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩২ | অনলাইন সংস্করণ
মো. সাহিদ আহমেদ

চলছে ভালোবাসা দিবসের মাস এ উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘প্রেম ভাই’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন খান আমির। এতে অভিনয় করেছেন জাহের আলভি, সালহা খানম নাদিয়া, মিলি বাশার, এস এম আশরাফুল আলম সোহাগ, টিআই মিজা, কাজী রফিক, জায়েদ, মাসুদ, প্রীতি আলভী জান্নাত মুন্নি প্রমুখ।
গল্পটার শুরু হয় অভিনেতা জাহের আলভিকে দিয়ে; যে কিনা ভার্সিটিতে পড়ুয়া বড় ভাই ওরফে একজন ভাড়াটে প্রেমিক। কোন ছোট ভাই প্রেম করে ব্রেক-আপের মুখোমুখী হলেই ছুটে আসেন ভার্সিটির বড় ভাইয়ের কাছে। আর ভার্সিটির সিনিয়র ভাইও তার কাজে লেগে পড়েন। ছোট ভাইদের প্রেমিকাদের ব্রেক-আপ করিয়েই নিজেকে শান্ত করেন। এ নিয়ে ‘প্রেম ভাইয়ে’র মা অনেক বোঝান যে এসব ঠিক না এক পর্যায়ে গল্পে আবির্ভাব হয় সালহা খানম নাদিয়ার। এ চরিত্রের সাথে ভুল করে বিয়ে ভাঙতে যেয়ে ২০০৬ এ না গিয়ে চলে যায় ২০০৯ এ ব্যাস এরপর গল্পের মোড় ঘুরে যায়। বাকিটা জানতে পরিচালক জানিয়েছে অবশ্যই পুরো নাটকটি দেখতে হবে।
নাটকটি সম্পর্কে নির্মাতা খান আমির বলেন, প্রেম ভাই গল্পটিতে দর্শক ভিন্ন এক জাহের আলভি ও নাদিয়াকে দেখতে পারবে। সত্যি বলতে একজন নির্মাতার প্রতিটি কাজই যত্নের। আমিও আমার এই কাজটি অনেক যত্ন নিয়ে করেছি। আশা করছি প্রেম ভাই গল্পটিতে আলভি ও নাদিয়া জুটিকে সবার ভালো লাগবে।
নির্মাতা আরও জানায়, এর আগে নাটকটি এ বছরের জানুয়ারি ২৫ তারিখে প্রচার করা হয় বাংলাভিশনের পর্দায়। এবার বিশেষ এই নাটকটি প্রচারিত হবে রোববার (৫ ফেব্রুয়ারি) সুরঞ্জলির ইউটিউব চ্যানেলে।
এবি/ জিয়া