তিন বছর পর বিয়ের খবর প্রকাশ্যে আনলেন আঁচল

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৭ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

বছর তিনেক হলো বিয়ে করেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি— এ খবর অনেকের জানা। অভিনেত্রী নিজেও একাধিকবার এর সত্যতা স্বীকার করেছেন সংবাদমাধ্যমের কাছে। তবে সোশ্যাল মিডিয়ার এই দিনে যেভাবে সুখবর জানান তারকারা সেটি বাকি ছিল। বিয়ের তিন বছর পর সেই আনুষ্ঠানিকতা সারলেন। নেটমাধ্যমে প্রকাশ্যে আনলেন বিয়ের খবর।

কণ্ঠশিল্পী সৈয়দ অমির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আঁচল। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে পরিচয় তদের। তারপর প্রেম ও বিয়ে। হানিমুনও বাদ রাখেননি আঁচল-অমি। বিয়ের বছরই সেরেছেন। ঘুরে বেরিয়েছেন দেশ-বিদেশ। সংবাদমাধ্যমকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ কথা।

তিনি বলেন, ‘২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লায় আমরা বিয়ে করি। কারণ অমির বাড়ি হলো কুমিল্লায়। এর পরপরই আমার শাশুড়ি করোনায় আক্রান্ত হন। টানা এক মাস ছিলেন হাসপাতালে। শাশুড়ি মারা যাওয়াতে স্বাভাবিকভাবেই আমরা ভেঙে পড়ি। তাই বিয়ের খবর জানানো হয়নি। তবে দুই পরিবারের সদস্যদের নিয়েই ছোট পরিসরে আমাদের বিয়ের আয়োজন হয়েছিল।’

বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। এবার সেটা দিয়েও ষোলোকলা পূর্ণ করলেন অভিনেত্রী। দাম্পত্যজীবন নিয়ে তিনি বলেন, ‘খুব ভালো সময় কাটছে আমাদের। বলা যায়, এখনই আমরা প্রেম করছি।’

ঢালিউডে এক দশকের বেশি সময় কাটিয়েছেন আঁচল। ২০১১ সালে তার যাত্রা শুরু হয়েছিল ‘ভুল’ সিনেমার মাধ্যমে। এরপর দেড় ডজনের মতো ছবিতে অভিনয় করেছেন, হয়েছেন প্রশংসিত।


আমার বার্তা/জেএইচ