আবারও ফাঁসলেন জেবা জান্নাত

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১৮:২৯ | অনলাইন সংস্করণ

  বিনোদন বার্তা ডেস্ক

টিকটকার থেকে অভিনয় শিল্পী। এরপর নিয়মিত হন নাটকে। আফরান নিশোর সঙ্গে তার ‘ক্রস কানেকশন’ নাটকের একটি ক্লিপস ভাইরাল হয় নেট দুনিয়ায়। এছাড়া ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। বলছিলাম অভিনেত্রী জেবা জান্নাতের কথা।

অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই সংবাদে বেশ কয়েকটি অনলাইন জেবা চৌধুরী জয়ার পরিবর্তে জেবা জান্নাতের ছবি দিয়ে পরিবেশন করে। এতে বিব্রত হচ্ছেন এই অভিনেত্রী।

গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম জেবা চৌধুরীর বিরুদ্ধে উক্ত অর্থ আত্মসাতের মামলায় তিন বছরের কারাদন্ডের রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

অভিনেত্রী জেবা জান্নাত বলেন, বেশকিছু গণমাধ্যমে জেবা চৌধুরীর জায়গায় আমার ছবি ব্যবহার করা হয়েছে। ওই নিউজে আমার ছবি দেখে আমি তো আকাশ থেকে পড়েছি। সেটা দেখে আমার পরিচিতজনরা সবাই আমাকে ছবি পাঠাচ্ছে। তারা আমাকে নিয়ে টেনশন করছেন। আমার জন্য এটা সত্যিই বিব্রতকর।

এ সময় গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তিনি বলেন, দেশের প্রথম সারির গণমাধ্যমের নিউজ/ছবির ক্রস চেক করবে না? সামনে যেটা পাবে সেটা নিয়েই নিউজ পাবলিশ করে দেবে? এটা তো ঠিক না।

এসব নিউজ চ্যানেলের বিরুদ্ধে মামলা করবেন উল্লেখ করে অভিনেত্রী জেবা জান্নাত নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, এগুলো সব ভুয়া খবর, আমি জানি না কেন তারা আমার ছবি ব্যবহার করছে। আমি জেবা চৌধুরী নই। এটা একটা অপরাধ, কেন তারা আমার ছবি ব্যবহার করছে।

উল্লেখ্য, এর আগেও আলোচনায় এসেছিলেন জেবা জান্নাত। অসহযোগিতা ও অসদাচরণের কারণে উঠতি এই অভিনয়শিল্পীকে নিষিদ্ধ করেছিল টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, পেশাগত কাজের ক্ষেত্রে আপনার অসহযোগিতা ও অসদাচরণের জন্য আপনার বিরুদ্ধে আনীত আমাদের সম্মানিত সদস্য রাশেদা আক্তার লাজুকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগটি নিষ্পত্তিতে কোনোরূপ সহযোগিতা না করায় ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সব সদস্য অভিনয়শিল্পী হিসেবে আপনাকে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে সব প্রকার নির্মাণ থেকে বিরত থাকবে। সিদ্ধান্তটি আগামী ২০ জুন ২০২৩ থেকে কার্যকর বলে গণ্য হবে।

এমন সিদ্ধান্ত প্রসঙ্গে জেবা বলছেন, রাশেদা আক্তার লাজুকের স্বামী পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল জেবা জান্নাতকে কুপ্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব গ্রহণ না করার কারণেই তার পেছনে লেগেছেন তারা।

এবি/ জেডআর