ব্রাকসু এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নানা অনিশ্চয়তা আর ধোঁয়াশা কাটিয়ে তৃতীয়বারের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কার্যালয়ে নির্বাচন কমিশন এ পুনঃতফসিল ঘোষণা করে। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন। এর আগে ব্রাকসু ও হলভিত্তিক ভোটার তালিকায় অসঙ্গতি পাওয়ায় ঘোষিত তফসিল স্থগিতের দুই দিন পর এ পুনঃতফসিল ঘোষণা করা হলো।
 
নতুন তফসিল অনুযায়ী ভোটের তারিখ অপরিবর্তিত থাকবে, তবে নির্বাচন-সংক্রান্ত অন্যান্য কার্যক্রম আবারও নতুন করে শুরু হবে। এতে করে ব্রাকসু নির্বাচনকে ঘিরে এটি তৃতীয় দফায় তফসিল ঘোষণা।
 
এর আগে সোমবার (১ ডিসেম্বর) মনোনয়নপত্র বিতরণের শেষ দিন বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাচন কমিশন তফসিলের কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। স্থগিতের আগে পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলমান ছিল।
 
নতুন তফসিল অনুযায়ী, ৩ ডিসেম্বর নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করবে। এরপর ৪ ও ৭ ডিসেম্বর ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর সেদিনই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এবং তা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। একই সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিলও করা যাবে। মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।

১০ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ১১ ডিসেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পাশাপাশি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় এবং চূড়ান্ত প্রার্থিতার তালিকা প্রকাশ করা হবে।
 
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা করে ফল প্রকাশ করা হবে।
 
সোমবার তফসিল স্থগিতের ঘোষণার পর শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। নির্বাচন বন্ধে ‘পাঁয়তারা’ করা হচ্ছে অভিযোগ করে তারা প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন। বুধবার সকালে সংবাদ সম্মেলন করে তারা দুই দফা দাবি জানান।
 
দাবিগুলো হলো: বুধবারের মধ্যে তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা এবং আগামী ২৪ ডিসেম্বর ঘোষিত তারিখে ভোটগ্রহণ নিশ্চিত করা।
 
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ব্রাকসু নির্বাচন শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা; অথচ একটি ছাত্রসংগঠন নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে তারা প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন।
 
পুনঃতফসিল ঘোষণার পর রাতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন।

আমার বার্তা/এল/এমই