এনটিআরসিএ অবরুদ্ধ করে রেখেছে ১–১২তম নিবন্ধনধারী শিক্ষকগণ
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৩:৪০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ। প্রায় ৫ বছর ধরে আন্দোলনের পর সর্বশেষ নভেম্বর মাসের ৯ তারিখ থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলনরত শিক্ষকগণ।
দীর্ঘদিন খোলা আকাশের নিচে রাত কাটানোর ফলে অসুস্থ হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন শিক্ষকগণ।এমনকি অসুস্থ হয়ে পড়েছেন। স্যালাইন দিয়ে রাখা হয়েছে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে। এমনকি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন দুইজন শিক্ষক।
এদিকে বৈধ সনদধারী পথে পথে সার্টিফিকেট নিয়ে ঘুরছে। আর জাল সনদ এখনও বহাল তবিয়তে চাকরি করছেন বলে উনারা জানান। বার বার আবেদন করার পরও নিয়োগ দেয়নি এনটিআরসিএ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে এনটিআরসিএ অফিস ঘেরাও করেছেন ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ। পুলিশ এবং শিক্ষকগণ বাক বিতন্ডার পর শিক্ষকগণ এনটিআরসিএর মূল ফটকেই অবস্থান নিয়ছে। উনারা জানান যে, দীর্ঘদিন উপর মহলের আশ্বাসের পরও কোন নিয়োগের ক্ষেত্রে কোন পদক্ষেপ নেয়নি এনটিআরসিএ। এরই প্রেক্ষিতে আন্দোলনে যেতে বাধ্য হয়েছে শিক্ষকগণ।
প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশ এবং নিয়োগ জটিলতার দ্রুত সুরাহা চান শিক্ষকগণ। শিক্ষা ব্যবস্থার সংস্কার এখন সময়ের দাবী বলে মনে করেন নিবন্ধনধারীরা। বিগত ফ্যাসিস্ট সরকারের কালো আইন দূরীভূত করে এবং বৈধ সনদধারীরা যেন নিয়োগ পায় সেই প্রত্যাশা নিবন্ধনধারীদের।
আমার বার্তা/এল/এমই
