ফের আন্দোলনে নামছে ১-১২ তম নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকগণ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৫:৫৬ | অনলাইন সংস্করণ

  আলিমা আফরোজ লিমা:

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে যোগ্য শিক্ষকদের তালিকা প্রণয়ন, নিবন্ধন ও প্রত্যয়ন করার দায়িত্ব প্রদানে গঠিত হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক বৈধ সনদপত্র থাকার পরও (১-১২ তম) নিবন্ধনধারীরা এখনও নিয়োগ বঞ্চিত। নিয়োগের দাবিতে আগামী ৯ নভেম্বর, শাহবাগে আবারও আন্দোলনে নামছেন নিবন্ধনধারীরা। 

বার বার মনগড়া নিয়ম বানিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে নিবন্ধনধারীদের উপর। আর প্রতিষ্ঠানটি আয় করছে কোটি কোটি টাকা। তাদের নিয়ম জটিলতায় কয়েক ধাপে আবেদন করতে হয় প্রার্থীদের। সেই সাথে আবেদনের জন্য গুণতে হয় হাজার হাজার টাকা। এমনকি প্রতিটি স্কুল কলেজে আলাদা আলাদা অর্থের বিনিময়ে করতে হয় আবেদন।

২০১৪ সালে এনটিআরসিএ কর্তৃক বৈধ সনদ পান মো. মামুন ইসলাম। তিনি জানান, প্রায় তিন বছর অপেক্ষা ও টেবিলে টেবিলে ঘুরতে হয়েছে। এমনকি মিতা নামের একজন নিবন্ধণধারী বৈধ সনদ পাওয়ার পরও নিজের স্বর্ণের চেন বিক্রি করে করতে হয়েছে আবেদন।এরপরও কোন সুরাহা হয়নি।

অন্য একজন নিবন্ধনধারী জানান, ১টি নিয়োগের জন্য প্রায় ৪০০ স্কুল কলেজে আলাদা আলাদা আবেদন করতে হয়েছে। তাতে আমার খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। তিনি প্রশ্ন রেখে বলেন- আমাকে কেন আলাদা আবেদন করতে হবে। আমি সনদ দেখিয়ে আবেদন করবো, পছন্দক্রম দেবো,শূন্য পদের বিপরীতে নিয়োগ হবে - এটাই তো হওয়ার কথা।

মামুনের মতো হাজারো প্রার্থীকে গুনতে হয়েছে হাজার হাজার টাকা। যাতে আকাশচুম্বী আয়ও হয়েছে প্রতিষ্ঠানটির।গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের আগে এসব আবেদনের প্রেক্ষিতে এনটিআরসিএ আয় করে প্রায় ২০৩ কোটি টাকা। এনটিআরসিএ’র নিয়মই যেন এক একটা ফাঁদ। 

বেকার চাকরিপ্রত্যাশীদের আশা দেখিয়ে নিয়মের মারপ্যাঁচে আটকে রাখা হয়। সনদ পাওয়া প্রার্থীরা দ্বিতীয় এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে তারা শত শত বিদ্যালয়ের শূন্যপদে আবেদন করেও চাকরির সুপারিশ পাননি।

২০২১ সালের ৮ অক্টোবর প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে শুরু হয় ১-১২ তম নিবন্ধনধারীদের সংগ্রাম। প্রায় ২০০ দিনের মতো অনশন করেছেন নিবন্ধনধারীরা। এমনকি ঈদের দিনও তারা সড়কে কাটিয়েছেন।

গত ১০ই ফেব্রুয়ারি শাহাবাগে লাগাতার আন্দোলন, কেন্দ্রীয় শহীদ মিনারে রাত্রি যাপন করেন নিবন্ধনধারীরা। শিক্ষকদের ধর পাকড় আর জল কামান টিয়ার গ্যাস নিক্ষেপের মাধ্যমে আন্দোলন চালিয়ে যেতে থাকেন। আন্দোলনের ২য় দিনে উর্ধ্বতন মহলের আশ্বাস পাওয়ার পরও কোন সুরাহা হয়নি। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ে বারংবার তাগিদ দেওয়া সত্ত্বেও কোন ভ্রুক্ষেপ করেননি। এমনকি শিক্ষা উপদেষ্টা বরাবর চিঠি দেওয়ার পরও এ পর্যন্ত মন্ত্রণালয় থেকে আশানুরূপ কোন ফলাফল পায়নি নিবন্ধনধারীরা।

এমত অবস্থায় বৈষম্য বিরোধী আন্দোলনের সুফল স্বরূপ শিক্ষা ক্ষেত্রের বৈষম্য দূরীকরণে উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন ১-১২ তম নিয়োগ বঞ্চিত শিক্ষকগণ।

আমার বার্তা/আলিমা আফরোজ লিমা/এমই