ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের গেজেট প্রকাশ করা না হলে রোববার লং মার্চ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৫:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার নয় মাস পার হলেও বাস্তবায়ন না হওয়ায়, দাবি আদায়ে পুনরায় আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। বিকেল ৫টার মধ্যে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের গেজেট প্রকাশ করা না হলে আগামী রোববার প্রেসক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ১৮তম দিনেও আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা। দাবি পূরণ না হলে বন্ধ থাকবে বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ সকল কার্যক্রম বলে জানান তারা।
 
সব ইবতেদায়ী মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে শুরু করেন শিক্ষকরা। এদিন টানা ১৮তম দিনে প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে রয়েছেন তারা।
 
এর আগে বুধবার (২৯ অক্টোবর) সচিবালয় অভিমুখে শিক্ষকদের আন্দোলনে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করা হয়। তারপরও আন্দোলন আরও তীব্র আকার ধারন করে। দাবি আদায় না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
 

আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলায় আহতদের চিকিৎসা ও পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম।
 
আন্দোলনের এতো দিনেও সরকার সংশ্লিষ্ট কোনো পক্ষ হতে দাবি পূরণে কোনো আশ্বাস দেয়া হয়নি বলেও জানান তারা।
 
প্রসঙ্গত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গত ২৮ জানুয়ারি সরকার কর্তৃক পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।
 
কর্মসূচিতে উপস্থিত আছেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।
 
আমার বার্তা/এল/এমই