পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে ভোকেশনাল সমাপনীর প্রশ্ন কেন্দ্রে যাবে

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৮:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষা-২০২৫ এর প্রশ্নপত্র পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সরাসরি অনলাইনের মাধ্যমে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার শুরুর ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র পাঠানো হবে। কেন্দ্রগুলো নির্ধারিত সময়ের মধ্যে ডাউনলোড ও প্রিন্ট করে পরীক্ষা নেবে। সেজন্য নির্ধারিত কেন্দ্রগুলোতে ৮ রকমের ডিজিটাল সরঞ্জাম বাধ্যতামূলক করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বোর্ডের আওতাধীন তালিকাভুক্ত কেন্দ্রগুলোকে নির্দিষ্ট কিছু প্রযুক্তিগত ইকুইপমেন্ট ও সুবিধাদি সংগ্রহ করে আগামী ২০ আগস্টের মধ্যে বোর্ডে জানাতে হবে। প্রয়োজনীয় ইকুইপমেন্ট ও সুবিধাদির মধ্যে রয়েছে- কমপক্ষে ২টি কম্পিউটার বা ল্যাপটপ, ২টি প্রিন্টার, ৫০০ জনের কম পরীক্ষার্থীর জন্য ১টি ফটোকপি বা ডুপ্লিকেটিং মেশিন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, কমপক্ষে ৫ দশমিক ৫ কিলোভোল্ট-অ্যাম্পিয়ার ক্ষমতার আইপিএস বা জেনারেটর অথবা সোলার সিস্টেম, ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ, বিকল্প ইন্টারনেট ব্যবস্থা (যেমন- মডেম) এবং প্রশ্নপত্র সুরক্ষায় কেন্দ্রসচিবের কক্ষে সচল সিসিটিভি ক্যামেরা।

এসব বিষয়ে সময়সীমার মধ্যে নির্ধারিত ফরমে তথ্য পূরণ করে গুগল ফরম লিংকে সাবমিট করতে হবে। প্রতিষ্ঠান প্রধানরা চাইলে নির্ধারিত কিউআর কোড স্ক্যান করেও তথ্য পাঠাতে পারবেন। তবে সরবরাহ করা তথ্যে গরমিল বা ভিন্নতা পরিদর্শনের সময় ধরা পড়লে বিধিঅনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বোর্ড আরও জানিয়েছে, যে কেন্দ্রগুলো নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ ও তথ্য আপলোডে ব্যর্থ হবে, নবম শ্রেণির সমাপনী পরীক্ষার (২০২৫) জন্য এই কেন্দ্রগুলোকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

আমার বার্তা/এল/এমই