কাল শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ২৩:০৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আগামীকাল শনিবার, ৩ জানুয়ারি থেকে রাজধানীর পূর্বাচল উপশহরে শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল সেক্টর-৪ এ সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
চলতি বছরের এই বাণিজ্য মেলায় দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ৩২৪টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। এর মধ্যে ১১টি বিদেশি প্রতিষ্ঠান বিভিন্ন দেশের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান জানান, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা পরিচয়পত্র দেখিয়ে বিনা টিকিটে মেলায় প্রবেশ করতে পারবেন। সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং ১২ বছরের নিচে শিশুদের জন্য ২৫ টাকা।
তিনি আরও জানান, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাব, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা নজরদারিতে রাখা হবে।
মেলায় আগত দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বিআরটিসির বিশেষ শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খামারবাড়ি), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকেই এসব বাস চলাচল করবে। মোট ২০০টির বেশি ডেডিকেটেড বাস ব্যবহৃত হবে।
মেলায় আধুনিক ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। ব্যাংকিং সুবিধার জন্য থাকবে একাধিক এটিএম বুথ। পাশাপাশি মা ও শিশুদের জন্য আলাদা কেয়ার সেন্টার, বিশ্রামাগার, সিনিয়র সিটিজেন কর্নার ও আরামদায়ক বসার ব্যবস্থা রাখা হয়েছে।
দর্শনার্থীদের বিনোদনের জন্য থাকছে উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চ এবং শিশুদের জন্য দুটি আলাদা পার্ক। নারী উদ্যোক্তা, প্রতিবন্ধী উদ্যোক্তা এবং কুটির, তাঁত ও হস্তশিল্প সংশ্লিষ্টদের জন্য সংরক্ষিত স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এবছর মেলায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। এর পরিবর্তে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব ব্যাগ সরবরাহ করা হবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। এছাড়া চিকিৎসাসেবার জন্য চিকিৎসক ও প্রশিক্ষিত প্যারামেডিক টিম সার্বক্ষণিক উপস্থিত থাকবে।
পার্কিং সুবিধার দিক থেকেও রয়েছে ব্যাপক আয়োজন। প্রায় ৫০০ গাড়ির ধারণক্ষমতা সম্পন্ন বহুতল পার্কিং ভবনের পাশাপাশি এক্সিবিশন হলের আশপাশে ও রাজউকের গরুর হাট এলাকায় অতিরিক্ত পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীরা রাত ১০টা পর্যন্ত মেলা উপভোগ করতে পারবেন।
