খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআই এর উদ্যোগে দোয়া
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৮:১২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ (এফবিসিসিআই) –এর উদ্যোগে পবিত্র কুরআন তেলায়াতসহ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ আসর এফবিসিসিআই ভবনে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ (এফবিসিসিআই) –এর আহ্বায়ক মোঃ জাকির হোসেন নয়ন, সদস্য সচিব মোঃ জাকির হোসেন, পরিষদের উপদেষ্টা ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক মোঃ গিয়াসউদ্দিন চৌধুরী (খোকন), পরিষদের সদস্যবৃন্দ, এফবিসিসিআই’র সাবেক পরিচালক মোঃ আব্দুল হক, আব্দুল ওয়াহেদ, শফিকুল ইসলাম ভরসা, এবাদুল হক চাঁন, আবু হোসেন ভূঁইয়া (রানু), আক্কাস মাহমুদ, মোহাম্মদ ইসহাকুল হোসেন সুইট, মোঃ আবুল হোসেন, এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্যবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশের তিন তিন বার নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিকের ওপর আলোচনা করেন বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ (এফবিসিসিআই) –এর নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বেগম জিয়া ছিলেন নীতি ও ন্যায়ের পক্ষে আপোষহীন। তিনি তাঁর সারাটা জীবন এদেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। মেয়েদের শিক্ষার প্রসারের জন্য দশম শ্রেনী পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নসহ উপবৃত্তি ও খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু করেন। বেগম জিয়ার সাহসী সিদ্ধান্ত, দেশপ্রেম এবং জনগণের প্রতি দায়বদ্ধতা রাজনীতিতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমীক ও বিচক্ষন রাষ্ট্রনায়ককে হারালো। নতুন বাংলাদেশ গড়ার প্রাক্কালে- তাঁর মৃত্যু রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি করেছে তা সহজে পূরণ হবার নয়।
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এফবিসিসিআই’র পেশ ইমাম মাওলানা নাজমুল ইসলাম। উপস্থিত সবাই তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন।
আমার বার্তা/এমই
