হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

প্রকাশ : ১৩ মে ২০২৩, ১৬:৫০ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা। ৫০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে বৃদ্ধি পেয়েছে দেশি পেঁয়াজের দাম, বলছেন হিলি বাজার ব্যবসায়ীরা।

শুক্রবার সকালে হিলির বাজার ঘুরে দেখা যায়, গত তিনদিন আগে যে পেঁয়াজের দাম ছিলো ৫০ থেকে ৫২ টাকা কেজি, বর্তমান তা বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ৬৪ টাকা কেজি। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে আবারও কমে যাবে পেঁয়াজের দাম, এমনটি বলছেন ব্যবসায়ীরা।

এদিকে, দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতা ও সাধারণ খুচরা ব্যাবসায়ীরা। পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, গত তিনদিন আগেও বাজার থেকে ৫২ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছিলাম। আজ সেই পেঁয়াজ ৬৫ টাকা কেজিতে কিনতে হলো।

বাজারে সবজি ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, পেঁয়াজের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। ৫০ টাকার পেঁয়াজ এখন পাইকারি কিনতে হচ্ছে ৭০ টাকা কেজি দরে।

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সবুজ মিয়া বলেন, ভারতের সুবিধা মত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করে। তারা কোন ঘোষণা ছাড়াই এরকম সিদ্ধান্ত নেয়। এখন থেকে ভারতের বিকল্প নিয়ে ভাবতে হবে। ভারত ছাড়াও আমরা তুরস্ক থেকে  খুব কম দামেই আনতে পারি। আমরা পেঁয়াজ ব্যবসায়ীরা যদি ভারত থেকে পেয়াঁজ আনা বন্ধ করে দিই। তাইলে এভাবে বন্ধ করে দিবেনা । এখন থেকে ভারতের বিকল্প ভাবতে হবে।

এবি/ওজি