সপ্তমবারের মত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল আকিজ সিরামিকস
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দেশের শীর্ষস্থানীয় টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস আবারও ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে। এর মাধ্যমে টানা সপ্তমবারের মত এ সম্মাননা লাভ করে বাংলাদেশের টাইলস ইন্ডাস্ট্রিতে নিজেদের শীর্ষস্থান আরও সুদৃঢ় করলো প্রতিষ্ঠানটি।
ক্রেতাদের আস্থা অর্জনে আকিজ সিরামিকস ধারাবাহিকভাবে আধুনিক নকশা ও সারফেসের বিভিন্ন ধরনের টাইলস বাজারে নিয়ে আসছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানসম্পন্ন টাইলস উৎপাদনের মাধ্যমে বাজারে বিদেশি টাইলসের ওপর নির্ভরতা কমিয়ে এনেছে। টাইলসের গুণগত মান, আধুনিক ডিজাইন এবং নির্ভরযোগ্যতার কারণে দেশের সিরামিক ইন্ডাস্ট্রিতে আকিজ সিরামিকস শীর্ষ টাইলস ব্র্যান্ডে পরিণত হয়েছে। পর পর সাতবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জনের মাধ্যমে আকিজ সিরামিকস এই ইন্ডাস্ট্রিতে এক অনন্য মাইলফলক স্থাপন করেছে।
‘প্রমিজ অফ পারফেকশন’ এই স্লোগানকে সামনে রেখে আকিজ সিরামিকস টাইলসের ডিজাইন ও সারফেস থেকে শুরু করে কাস্টমার এক্সপেরিয়েন্স সহ প্রতিটি ক্ষেত্রেই পারফেকশন নিশ্চিত করে আসছে। সপ্তমবারের মত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন তারই নিদর্শন।
বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ছাড়াও পরপর দুইবারের মত আকিজ সিরামিকস ‘সুপারব্র্যান্ডস’ অ্যাওয়ার্ড অর্জন করেছে। ভবিষ্যতেও টাইলসের মান উন্নয়ন, ইনোভেটিভ ডিজাইন ও কাস্টমার স্যাটিসফেকশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের সিরামিক ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থান ধরে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
আমার বার্তা/এল/এমই
