ঢাকায় দ্য ওয়েস্টিন হোটেলে ব্লু বার্ড ইভেন্টস এর নতুন অধ্যায়ের শুভ উদ্বোধন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

প্রায় এক যুগ ধরে ইভেন্ট ম্যানেজমেন্ট অঙ্গনে বিশ্বস্ততার সাথে সুনাম ধরে রেখেছে ব্লু বার্ড ইভেন্টস বিডি। দীর্ঘ এই পথচলায় প্রতিষ্ঠানটি অর্জন করেছে ব্যাপক খ্যাতি ও মানসম্মত সেবার স্বীকৃতি। এরই ধারাবাহিকতায় ইভেন্ট ম্যানেজমেন্ট জগতে নতুন চমক এসেছে প্রতিষ্ঠানটি।
এই উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২৫ রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে আয়োজন করা হয়েছে একটি জমকালো লঞ্চিং অনুষ্ঠান। ইতোমধ্যে এই আয়োজনকে ঘিরে শোবিজ অঙ্গনের তারকা, শিল্পপতি, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে ব্লু বার্ড ইভেন্টসের সিস্টার কনসার্ন হিসেবে যুক্ত আছে নুর ক্যাটারিং, শাদি মুবারাক ও ব্লু বার্ড লেন্স। আয়োজনে থাকছে কোরিওগ্রাফি, র্যাম্প শো, সংগীতানুষ্ঠান সহ নানা বিনোদনমূলক আয়োজন।
জমকালো এই অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চৌধুরী, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও কোরিওগ্রাফার উম্মে হাবিবাসহ আরও অনেক শিল্পীর অংশগ্রহণে বিশেষ পরিবেশনা থাকছে। ব্লু বার্ড ইভেন্টস এর ফেস অফ ব্র্যান্ড হিসেবে আছেন বুশরা কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন জনপ্রিয় উপস্থাপক মৌসুমী মৌ।
অনুষ্ঠানে প্রায় ৩০০ জনের বেশি ভিআইপি অতিথির উপস্থিতি আয়োজন নিয়ে বেশ উত্তেজিত ও ব্যস্ত সময় পার করছেন বলে জানান আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার সুমাইয়া নুর নীলিমা।
ব্লু বার্ড ইভেন্টস এর সেবাগ্রহীতারা জানান, এই ইভেন্ট এবং তার কর্ণধার সুমাইয়া নুর নীলিমা খুবই আন্তরিক এবং নিবেদিত প্রাণ। তাদের শৃঙ্ক্ষলা, নিখুঁত কাজ উপস্থাপন মুগ্ধ করার মত। সন্তুষ্টি প্রকাশ করে তারা বলেন, এই প্রতিষ্ঠানের কর্মীদের কখনও ক্লান্তি চোখে পড়েনি। সেবা নিয়ে আমরা যা আশা করেছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি।
আমার বার্তা/জেএইচ
