বাংলাদেশ–মঙ্গোলিয়া ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:১১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই দেশের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। মঙ্গোলিয়ার পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যও দেন নাসিমুল গনি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, 'আমাদের উচিত এই কূটনৈতিক সদিচ্ছাকে ব্যবসা-বাণিজ্যিক যোগাযোগে রূপান্তর করা, যাতে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়িত হয়।'
মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও বলেন, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের জন্যও ভবিষ্যতে ভিসা অব্যাহতি বিবেচনা করা যেতে পারে।
অনুষ্ঠানে মঙ্গোলিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও ও বাংলাদেশে মঙ্গোলিয়ার অনারারি কনস্যুল জেনারেল নাসরিন ফাতেমা আউয়াল। বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ফয়সল আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত উইং) মোহাম্মদ নুরে আলমসহ অন্যান্য কর্মকর্তারা।
বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে স্বাক্ষরিত এ ভিসা অব্যাহতি চুক্তিতে মোট ১১টি অনুচ্ছেদ রয়েছে। চুক্তি অনুযায়ী উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা অপর দেশে প্রবেশ, বহির্গমন ও ট্রানজিটের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিন ভিসামুক্তভাবে অবস্থান করতে পারবেন। চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে। তবে যে কোনো পক্ষ ৯০ দিনের লিখিত নোটিশ দিয়ে এর অবসান ঘটাতে পারবে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে এবং বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি করে আসছে। এ পর্যন্ত মোট ৩৪টি দেশের সঙ্গে এমন চুক্তি করেছে বাংলাদেশ।
আমার বার্তা/জেএইচ
