ফের পতনে ঢাকার পুঁজিবাজার
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সূচক ও মূলধন বৃদ্ধির সুবাতাস নিয়ে গেল সপ্তাহের লেনদেন শুরু হয় ঢাকার পুঁজিবাজারে। তবে, বিনিয়োগকারীদের হতাশায় ফেলে শেষ হয়- শেষ দিনের কার্যক্রম।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক প্রতিবদনে দেখা যাচ্ছে, গেল সপ্তাহে ডিএসইরি প্রধান সূচক কমেছে ১৪১ পয়েন্ট। যেখানে ১৫৯ পয়েন্ট বেড়েছিল আগের সপ্তাহে। সূচকের পাশাপাশি ১ শতাংশের বেশি কমে ৬ লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি টাকায় নেমেছে বাজার মূলধন।
দৈনিক লেনদেনের হিসাবে দেখা যাচ্ছে, গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন ৪৯২ কোটি ৫৫ লাখ টাকা হয়েছে প্রথম কার্যদিবসে। উত্থান-পতনে শেষ দিনে যা নেমেছে ৩৬৪ কোটি ৩৭ লাখ টাকায়।
খাতভিত্তিক লেনদেন চিত্রে ২১টির মধ্যে ব্যাংক-বীমা, ওষুধ-প্রকৌশলসহ ১৮টিতে কমেছে দৈনিক গড় লেনদেন।
দাম বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় জেড ক্যাটাগরির কোম্পানির দাপট বেশ খানিকটা কমলেও ধরে রেখেছে একক আধিপত্য। অর্থাৎ ১০টির মধ্যে অর্ধেকই দখলে ছিলো জেড ক্যাটাগরির। আগের দুই সপ্তাহে অবশ্য ৮টি ও ১০টি-ই ছিলো মন্দখ্যাত এই ক্যাটাগরির প্রতিষ্ঠানের দখলে।
এমন মন্দাভাবে সপ্তাহ পার করার মধ্যেই পুঁজিবাজারের হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল'র হালনাগাদ পরিসংখ্যান, গেল সপ্তাহ শেয়ারশূন্য বিও অ্যাকাউন্টের সংখা কমেছে; অর্থাৎ লাভের আশায় ফেলে রাখা অ্যাকাউন্টে আবারও লেনদেন শুরু করেছেন বিনিয়োগকারীরা।
আমার বার্তা/এল/এমই
