সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএর নতুন কমিটির দায়িত্বগ্রহণ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৫২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পুঁজিবাজারে স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী হলে অনুষ্ঠিত এ এজিএমে ডিবিএ পরিচালনা পর্ষদ নির্বাচনে নির্বাচিত ১৫ জন সদস্য নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে পর্ষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিবিএ।
এতে বলা হয়, নতুন পর্ষদ ২০২৬–২০২৭ মেয়াদে আগামী দুই বছর ডিবিএর নেতৃত্ব দেবে। নবগঠিত পর্ষদে– দ্বিতীয় মেয়াদে পূনরায় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম। জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মনিরুজ্জামান। আর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এমডি মো. নাফিজ-আল-তারিক।
পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন– এবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের এমডি এম রাফিউজ্জামান বোখারী, এসসিএল সিকিউরিটিজ লিমিটেডের এমডি ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, আরএন ট্রেডিং লিমিটেডের এমডি মো. নাদিম, আজম সিকিউরিটিজ লিমিটেডের এমডি আহমেদ কবির মজুমদার, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেডের এমডি আর. ওয়াই. শমসের, ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের সিইও আমিনুল ইসলাম, জিএমএফ সিকিউরিটিজ লিমিটেডের এমডি আলহাজ্বা নাহিদ আহমেদ, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেডের এমডি নাঈম মো. কাইয়ুম, ব্যবস্থাপনা পরিচালক, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি মোহাম্মদ ইব্রাহিম, এক্সপো ট্রেডার্স লিমিটেডের এমডি ডা. ওসমান গনি চৌধুরী, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেডের এমডি খন্দকার শফিকুর রহিম, এবং স্যার সিকিউরিটিজ লিমিটেডের এমডি শরীফ আতাউর রহমান।
নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ করে সভাপতি সাইফুল ইসলাম বাজার সংশ্লিষ্ট সকল অংশীজনদের নতুন পর্ষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পুঁজিবাজারের উন্নয়নে সবার সাথে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আমার বার্তা/এমই
