পুঁজিবাজারে অধিকাংশ শেয়ারে দরপতন, বেড়েছে লেনদেন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩ ডিসেম্বর) লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক কমেছে। তবে ডিএসইতে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে কমেছে ২৩৬টির দর। বাজারে অপরিবর্তিত ছিল ৬৩টি সিকিউরিটিজের দর। দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৪০টি, ‘বি’ ক্যাটাগরির ৫১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৪৫টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ ছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৮ পয়েন্টে নেমেছে।

ঢাকার এই বাজারে আজ লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৪১ লাখ টাকা। গতকাল (মঙ্গলবার) ৩৭৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জের লেনদেন বেড়েছে ২৬ কোটি ৩৪ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ অধিকাংশ শেয়ার ও ইউনিটে দরপতন হয়েছে। এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির শেয়ারদর বেড়েছে, ৭৯টির কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হওয়া সত্ত্বেও সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৪৩ পয়েন্টে উঠেছে। সিএসইতে আজ ১৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল ১২ কোটি ৫২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

আমার বার্তা/এল/এমই