
আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি উপেক্ষা করে দেশের সব দোকান, বাজার, বাণিজ্য বিতান ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বুধবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত দিন ঢাকাসহ সারাদেশে ব্যবসাপ্রতিষ্ঠান স্বাভাবিকভাবে খোলা থাকবে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলটি কার্যত নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। গণহত্যার অভিযোগে অভিযুক্ত এ দলটির রাজনৈতিক কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ হয়েছে, ফলে তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারছে না।
এ অবস্থায় বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা দেশের কর্মীদের মাঠে নামানোর চেষ্টা করছেন বলে জানা গেছে। আগামী বৃহস্পতিবারই দলের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত রয়েছে। এদিনকে ঘিরে আওয়ামী লীগ তাদের উপস্থিতি জানান দিতে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। তবে বিচ্ছিন্ন কিছু এলাকায় ছোটখাটো মিছিল ছাড়া তেমন কোনো কার্যক্রম দেখা যায়নি।
এরই মধ্যে দেশের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনার জন্য আওয়ামী লীগকেই দায়ী করে জানিয়েছে, যেকোনো নাশকতা প্রতিরোধে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আমার বার্তা/জেএইচ

