সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৮:৪৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ১৭তম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) ব্যাংকটির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।
পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্যরা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররা এবং প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয় ও ব্যাংকের মাঠ পর্যায়ের সব জেনারেল ম্যানেজারসহ এসএমটি কমিটির সদস্যরা।
আমার বার্তা/এমই
