ফ্লাইট এক্সপার্ট: ডিসকাউন্টের ফাঁদে ফেলে অর্থপাচার
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৪:৩২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

এয়ার টিকিট গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে একের পর এক পালিয়ে যাচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, তুলনামূলক বড় ডিসকাউন্টের ফাঁদে ফেলে আত্মসাৎ করা অর্থপাচার করে বিদেশ পাড়ি জমাচ্ছে মালিকপক্ষ। খাত সংশ্লিষ্টরা বলছেন, নীতিমালা না থাকার সুযোগ নিচ্ছে বিভিন্ন চক্র।
ফ্লাইট এক্সপার্ট: ডিসকাউন্টের ফাঁদে ফেলে অর্থপাচার
চলতি বছরের ২ আগস্ট হুট করেই প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেশ ছেড়ে পালান জনপ্রিয় ওটিএ বা অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের এমডি। এরপর গত ১৫ অক্টোবর ফ্লাই ফার ইন্টারন্যাশনাল ও ২০ তারিখ ট্রাভেল বিজনেস পোর্টাল নামের আরও দুটি ওটিএ প্ল্যাটফর্ম একই কায়দায় পালিয়ে যায়।
বিশ্লেষণে দেখা যায়, অস্বাভাবিক ডিসকাউন্টে টিকিট বিক্রি করে বাজার থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে হঠাৎ উধাও হয়ে যাচ্ছে।
সরাসরি এয়ারলাইনস থেকে টিকিট কাটা তুলনামূলক জটিল হওয়ায় যাত্রীরা নির্ভর করে ট্রাভেল এজেন্সির ওপর। ভুক্তভোগীরা বলছেন, বাজারের অন্য সবার থেকে এসব প্রতিষ্ঠান ছাড় দিতো বেশি। ফলে ফাঁদে পড়তেন সাধারণ গ্রাহক। ছোট প্রতিষ্ঠানগুলোও এদের ওপর নির্ভরশীল। রয়েছে টাকা পাচারের অভিযোগও। এসব ঘটনায় হয়েছে একাধিক মামলা।
আমার বার্তা/এল/এমই
