বাংলাদেশের অ্যাভিয়েশন বাজারে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো ফ্লাইএডিল

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৬:১৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশের অ্যাভিয়েশন বাজারে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো সৌদি আরবের উড়োজাহাজ পরিবহন সংস্থা ফ্লাইএডিল। জেদ্দা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

বুধবার (২২ অক্টোবর) বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কেটে ফ্লাইএডিলের আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
 
ফ্লাইএডিলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে জেদ্দা–ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে ফ্লাইএডিল। সময়সূচি অনুযায়ী, ফ্লাইট এফ৩ ৯১১২ জেদ্দা থেকে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে আর ফিরতি ফ্লাইট এফ৩ ৯১১৩ ঢাকা থেকে স্থানীয় সময় বেলা ১টায় জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।
 
নতুন উড়োজাহাজের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রীরা প্রতিযোগিতামূলক ভাড়ায় ভ্রমণ করতে পারবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

আমার বার্তা/এল/এমই