শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকান্ডের ঘটনায় ডিসিসিআই’র উদ্বেগ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৪:৩৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিমানবন্দরের সকল স্তরে অগ্নি-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকালকের (১৮ অক্টোবর) সংগঠিত অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), সেই সাথে দেশের প্রধান এই বিমানবন্দর সহ অন্যান্য বন্দরসমূহের সকল স্তরে অগ্নি নিরাপত্তা সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের উপর জোরারোপ করছে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। 

যাত্রী সেবার পাশাপাশি পণ্য আমদানি-রপ্তানির আন্তর্জাতিক বাণিজ্যের জন্য দেশের ব্যবসায়ী সমাজ এ বিমানবন্দরটি অধিকহারে ব্যবহার করে থাকেন, তাই এ ধরনের অগ্নিকান্ডের ফলে স্থানীয় ও বিদেশী উদ্যোক্তাদের নিকট পণ্য পরিবহনে অনিরাপত্তা ও অনিশ্চয়তার বিষয়টি, দেশের বৈশ্বিক বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করে, ঢাকা চেম্বার সভাপতি। সেই সাথে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা উদ্যোক্তাদের আস্থা ও ব্যবসা পরিচালনা কার্যক্রমকে আরো সংকটে ফেলবে। 

সাপ্তাহিক ছুটিতে গত শুক্র ও শনিবার বিমানবন্দরের কার্গো খালাস প্রক্রিয়া বন্ধ থাকায়, আমদানি-রপ্তানির জন্য কার্গো ভিলেজে অপেক্ষামান পণ্যে অগ্নিকান্ডের ফলে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা প্রয়োজন এবং এ ঘটনায় ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দ্রুত নিশ্চিতের আহ্বান জানাচ্ছে ডিসিসিআই। ঢাকা চেম্বার সভাপতি মনে করেন, দেশের ব্যবসায়িক কার্যক্রমকে আরো গতিশীল করতে, বিমানবন্দরের কার্গো ভিলেজে পণ্য খালাস প্রক্রিয়া ছুটির দিনগুলোতেও অব্যাহত রাখা প্রয়োজন।      

উল্লেখ্য, গতকালকের অগিকান্ডের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য লাভে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে ডিসিসিআই সভাপতি।


আমার বার্তা/এমই