আরটিজেএস লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ব্যাংকগুলোর অনলাইনে তাৎক্ষণিক ও নিরাপদ পেমেন্ট ব্যবস্থা ‘রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজেএস)’ লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা ও ইলেকট্রনিক লেনদেনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আগামী ৫ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতি কর্মদিবসে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হবে নতুন সময়সূচিতে।
সব ধরনের গ্রাহকরা বাংলাদেশি টাকায় লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এ সময় আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন বাংলাদেশি টাকায় করতে পারবে সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত। আর বৈদেশিক মুদ্রায় আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন করতে পারবেন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত গ্রাহক লেনদেন শুধু অনলাইন প্লাটফর্মের (ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, করপোরেট সল্যুশন ও অন্যান্য) মাধ্যমে পরিচালিত হবে।
এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত আরটিজিএস ব্যবস্থায় সংযুক্ত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আমার বার্তা/এল/এমই