গত দুই মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৬৫৭৭ কোটি টাকা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) শুল্ক–কর আদায়ে ঘাটতি হয়েছে ছয় হাজার ৫৭৭ কোটি টাকা।
দুই মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৬৫৭৭ কোটি টাকা
রোববার (২১ সেপ্টেম্বর) গত জুলাই–আগস্টের শুল্ক–কর আদায়ের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর জানিয়েছে, জুলাই–আগস্টে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল ৬১ হাজার কোটি টাকা। আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। রাজস্ব আদায়ে ঘাটতি ৬ হাজার ৫৭৭ কোটি টাকা।
হিসাব অনুযায়ী লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
আমার বার্তা/এল/এমই