ইউসিবি ব্যাংকের অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা সাময়িক বন্ধ থাকবে
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সেবার মান বাড়াতে সিস্টেম রক্ষণাবেক্ষণের কাজ করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা। সাময়িক বন্ধ থাকবে ইউসিবি ব্যাংকের অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা।
বুধবার (১০ সেপ্টেম্বর) ব্যাংক কর্তৃপক্ষ এক নোটিশে গ্রাহকদের এ তথ্য জানিয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, রক্ষণাবেক্ষণের কাজ চলবে ১২ সেপ্টেম্বর রাত ২টা থেকে সকাল ৭টা ৫০ মিনিট পর্যন্ত এবং ১৩ সেপ্টেম্বর রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত।
আগামী ১২ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে গ্রাহকরা ইউ-নেট ইন্টারনেট ব্যাংকিং ও ডেবিট কার্ড সেবা ব্যবহার করতে পারবেন না। আর ১৩ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে এডিসি সেবা (এটিএম, সিআরএম, এসটিএম ও ই-ক্লিক), এজেন্ট ব্যাংকিং ও রেমিট্যান্স সেবা ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা।
গ্রাহকদের উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা দিতে এই কাজ করা হচ্ছে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে ইউসিবি।
আমার বার্তা/এল/এমই