সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৭:৩১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় সাড়ে ৫ মাস পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
রোববার (১৭ আগস্ট) দুপুর পৌনে ৪টায় ভারত থেকে ৩০ মেট্রিক টন পেঁয়াজবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই বন্দরে আবারও পেঁয়াজ আমদানি শুরু হলো।
এর আগে কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়ি থেকে আইপি পাওয়ার পর হিলির জগদীশ পোদ্দার নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব পেঁয়াজ আমদানি করে।
এ তথ্য নিশ্চিত করেছেন হিলি উদ্ভিদ সংগনিরোধ অফিস উপসহকারী ইউসুফ আলী।
তিনি জানান, বেলা ২টা পর্যন্ত বন্দরের পাঁচজন আমদানিকারক প্রত্যেকে ৩০ মেট্রিক টন করে মোট ১৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির আইপি পেয়েছে।
এখন থেকে এই বন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক নুর ইসলাম।
তিনি বলেন, ‘দেশের ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে দেশে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। এরপর থেকে দেশে পেঁয়াজ আমদানিতে প্রস্তুতি নিতে শুরু করে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা।’
আমার বার্তা/এল/এমই