ট্রিলিয়ন ডলারের ইন্টেরিয়র ডিজাইন ব্যবসায় বাংলাদেশের রয়েছে উজ্জ্বল সম্ভাবনা
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৭:২২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আবাসন ও নির্মাণ শিল্পের পশ্চাৎসংযোগ খাত হলো ইন্টেরিয়র ডিজাইনিং বিজনেস। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে স্থানিক ব্যবহারের সর্বোচ্চ উপযোগিতা প্রাপ্তির এক গুরুত্বপূর্ণ ও নান্দনিক সৃষ্টির জগত হলো ইন্টেরিয়র ডিজাইনিং। এখাতের বৈশ্বিক বাজার ট্রিলিয়ন ডলারের অধিক। বিগত কয়েক দশকে বাংলাদেশে এ খাতের বিকাশ ঘটেছে।
এদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে গড়ে তুলতে পারলে এখাতের ব্যবসায় বাংলাদেশের রয়েছে উজ্জ্বল সম্ভাবনা। আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের জন্য গুরুত্বপূর্ণ ইন্টেরিয়ার ডিজাইনিং। বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সহায়ক নীতিমালা, সহনশীল রাজস্ব কাঠামো এবং দক্ষ জনবল তৈরির দিক-নির্দেশনা দাবি করছি।
শনিবার (২৬ জুলাই) ‘ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ’ (আইডিএবি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য তুলে ধরেন।
রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটরিয়ামে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং এক বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আইডিএবি’র ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম সরনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দেশে ইন্টেরিয়র ডিজাইনিং ব্যবসার সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে সহ-সভাপতি আর্কিটেক্ট সজীব জাহান এবং প্রধান উপদেষ্টা শাফিউল ইসলাম’সহ সংগঠনের সদস্যবৃন্দের প্রাণবন্ত উপস্থিতিতে কেক কেটে উদযাপন করা হয় এফবিসিসিআইভুক্ত বাণিজ্য সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ইন্টেরিয়র ডিজাইনিং খাতের ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনা থাকলেও আগ্রাসী রাজস্ব কাঠামো, সহায়ক নীতিমালার অভাব এবং জনবল সংকটের কারণে বৈশ্বিক বাজারে বাংলাদেশ এগিয়ে যেতে পারছে না। আইডিএবি বিদ্যমান চ্যালেঞ্জগুলো দূরীকরণে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। আইডিএবি’র প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি স্পন্সর করেছে প্রখ্যাত বিল্ডিং মেটারিয়েলস গ্রুপ তিলোত্তমা এবং মাই কিচেন।
আর্কিটেক্ট সজীব জাহান জানান, শৈল্পিক বোধের সাথে জ্ঞান ও প্রযুক্তির প্রয়োগে অন্দরসজ্জার স্থানগুলোকে সর্বোচ্চ উৎপাদনশীল করতে ভূমিকা রাখেন ইন্টেরিয়র ডিজাইনারগণ। এই খাতটি বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত হয়ে উঠেছে। তরুণ প্রজন্মের কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ খাত হতে পারে ইন্টেরিয়র ডিজাইনিং। সেই সাথে আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জনের রয়েছে বিপুল সম্ভাবনা।
আইডিএবি’র প্রধান উপদেষ্টা শাফিউল ইসলাম জানান, জনসংখ্যার ক্রমবর্ধমান চাহিদা, নগরায়নের বিস্তার এবং মানুষের রুচির পরিবর্তনের সাথে সাথে ঘরবাড়ি, অফিস, দোকান, রেস্টুরেন্ট ও হোটেলসহ নানান স্থাপনার ইন্টেরিয়র ডিজাইনের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে এটি ক্যারিয়ার, কর্মসংস্থান ও ব্যবসার নতুন সম্ভাবনার দিক হয়ে উঠেছে। বৈশ্বিক বাজার গবেষণা সংস্থাগুলোর তথ্যমতে, ইন্টেরিয়র ডিজাইনিংয়ের বিশ্ববাজার ট্রিলিয়নস অফ ডলারের।
আইডিএবি’র ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম সরন বলেন, আমাদের নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হয়ে উঠতে পারে ইন্টেরিয়র ডিজাইনিং। সম্ভাবনাকে কাজে লাগাতে বিদ্যমান সংকটগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। আইডিএবি বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করছে।
আমার বার্তা/এমই