নীতি সুদহার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা জারি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১০:৩২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাজারে তারল্যপ্রবাহ নিশ্চিত করা এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে নীতি সুদহারের নিম্নসীমা কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট (এমপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
 
এতে বলা হয়, মুদ্রানীতি কাঠামোর ইন্টারেস্ট রেট করিডোরের আওতায় আন্তঃব্যাংক মুদ্রাবাজার (কল মানি মার্কেট) কার্যক্রম আরও গতিশীল করা এবং তারল্য ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে নীতি সুদহার করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) শতকরা ৮.৫০ শতাংশ হতে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮ শতাংশে পুনঃনির্ধারণ করা হলো।
 
এছাড়া নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) বিদ্যমান শতকরা ১১.৫০ শতাংশে এবং ওভার নাইট রেপো নীতি সুদহার বিদ্যমান শতকরা ১০ শতাংশে অপরিবর্তিত থাকবে।
 
এই সিদ্ধান্ত আগামী ১৬ জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

 

আমার বার্তা/এল/এমই