৫ ঘণ্টা রমজানে ব্যাংক লেনদেন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ১৯:১১ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক

রমজান মাসে ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে এ তথ্য জানানো হয়।
দেশে কার্যরত সব তপশিলি ব্যাংকে পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।
রমজান মাস অতিবাহিত হওয়ার পর সময়সূচি পূর্বাবস্থায় ফিরে আসবে। সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। আর ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এবি/ জিয়া