ওএমএস শুরু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে: খাদ্য উপদেষ্টা

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকার চাহিদা মতো ধান-চাল সংগ্রহ শেষ করেছে।‌ আগামী মাস থেকে ওএমএস এবং খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হবে। এটা শুরু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে।

শনিবার (৫ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউসের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘চালের বাজার নিয়ন্ত্রণে নওগাঁ ও কুষ্টিয়ার সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে। এর সুফল দ্রুতই মিলবে।’

খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

সভায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মাসুদুল হাসান, খুলনা বিভাগীয় খাদ্য কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামসহ খাদ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এল/এমই