টাঙ্গাইলে এমডিবি’র করটিয়া উপশাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
প্রকাশ : ১১ মে ২০২৫, ১৫:১২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) টাঙ্গাইলে করটিয়া উপশাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
টাঙ্গাইল জেলার করটিয়া ইউনিয়নের টিন পোট্টি রোডে ইশাক টাওয়ারে নতুন এ উপশাখাটি উদ্বোধন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আকতার, করটিয়া উপশাখার শাখা ব্যবস্থাপক মুশফিকুর রহমান, গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান, জনসংযোগ বিভাগের প্রধান, এলাকা প্রধান, ক্লাস্টার প্রধানরা উপস্থিত ছিলেন।
এমডি ও সিইও তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের ধন্যবাদ জানান এবং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সঙ্গে সম্পর্ক তৈরি করার অনুরোধ জানান। তিনি গ্রাহকদের সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের জন্য শাখা কর্মকর্তাদের নির্দেশনাও দেন। গ্রাহকদের যে কোনো জায়গা থেকে এবং যে কোনো সময় আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করতে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহার করার জন্য অনুরোধ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেদুল আনোয়ার।
আমার বার্তা/এল/এমই