তৌহিদা সুলতানা রুনুর এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম এক্সিলেন্ট অ্যাওয়ার্ড অর্জন

প্রকাশ : ০৪ মে ২০২৫, ১৬:৩১ | অনলাইন সংস্করণ

  তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:

গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন প্রদত্ত এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫ এ ভূষিত হয়েছেন ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা রুনু।

শুক্রবার (২ মে) বিকালে পর্যটন নগরী কক্সবাজারে একটি রিসোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। প্রাক্তন সংসদ সদস্য ও বিএনপির মৎসজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, কিংবদন্তী চিত্রনায়িকা রোজিনা এবং বাংলাদেশের মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলম তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

ট্যুরিজম সেক্টরে বিশেষ অবদানের জন্য তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷

তৌহিদা সুলতানা রুনু দীর্ঘদিন থেকেই বিশ্বব্যাপী ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টর নিয়ে কাজ করে আসছেন। তিনি একজন সফল ব্যবসায়ী এবং ব্যবসায়ী ও রিয়েল এস্টেট জগতের লিডারও। তিনি দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানি এডভান্স হোম প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর। তিনি বিশ্বের ১১ টি দেশ ও বাংলাদেশ সহ মোট ১২ টি দেশ নিয়ে গঠিত CIS-BCCI (The Commonwealth of Independent States-Bangladesh Chamber of Commerce and Industry) এর নির্বাচিত পরিচালক। তিনি এই পদে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইএর ওমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন খুবই সুনামের সাথে এবং আরও একাধিক স্ট্যান্ডিং কমিটিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এবং রিহ্যাবেও নেতৃত্বের স্বাক্ষর রেখে চলছেন।

তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ (এফবিআই) এরও পরিচালকের দায়িত্ব পালন করছেন। তৌহিদা সুলতানা রুনু দেশ ও মানব কল্যাণে এক নিবেদিত প্রাণ। তিনি ব্যাক্তিগত উদ্যোগে দেশের অটিস্টিক শিশুদের শিক্ষা প্রদান, তাদের মানসিকতার উন্নয়ন, প্রতিভা বিকাশ, এবং জীবন মান উন্নয়নের জন্য ইউনিক গিফট ফাউন্ডেশন নামে একটা শিক্ষালয় প্রতিষ্ঠা করেন।তিনি এই শিক্ষালয়ের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে অটিস্টিক শিশুদের সঠিক পরিচর্যায় সার্বক্ষণিক তদারকি করেন। তার প্রতিষ্ঠিত এ শিক্ষালয়ের শাখা রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রাত্যান্ত অঞ্চলে বিস্তৃত হয়েছে। তৌহিদা সুলতানা রুনু ব্যবসা-বাণিজ্য, সমাজসেবা এবং ট্যুরিজম সেক্টরে অবদানের জন্য ইতোপূর্বে আরও অনেক অ্যাওয়ার্ড অর্জন করেন। আলোকিত এই নারীকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ম্যাগাজিন এবং পত্রিকায় একাধিক ফিচার প্রকাশ হয়।


আমার বার্তা/এমই