সুন্দরবনে অবৈধভাবে শিকার ৪৯০ কাঁকড়া, আটক ৫

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৬:৩১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরার সময় ৪৯০ কেজি কাঁকড়াসহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ এসব কাঁকড়ার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩৯ হাজার টাকা।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন।
 
এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের নলিয়ান রেঞ্জের কালাবগি সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় কোস্ট গার্ড।
 
কোস্ট গার্ড জানায়, সরকারি নির্দেশনা মোতাবেক কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে ১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু কিছু অসাধু কাঁকড়া আহরণকারী কৌশলে বনে প্রবেশ করে নিষিদ্ধ পন্থায় ডিমওয়ালা কাঁকড়া শিকার করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৯০ কেজি কাঁকড়াসহ ৫ জনকে আটক করা হয়।
 
আটকরা হলেন: তরুণ সরকার (২৬), মনজুর ঢালী (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর গাজী (৩৮), মাসুম বিল্লাহ (২৪) ও মোহাম্মদ আজাদ সানা (৫৬)। তাদের সবার বাড়ি সুন্দরবন সংলগ্ন নলিয়ানের কালাবগি গ্রামে।
 
লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন বলেন, ‘জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

আমার বার্তা/এল/এমই