সারা দেশে গ্রেপ্তার আরও ১২৮৬ জন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:০৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮৭৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪১০ জন রয়েছেন।
এ এইচ এম শাহাদাত হোসেন জানান, সারা দেশে অভিযান চালিয়ে মোট ১ হাজার ২৮৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দেশি একনলা বন্দুক ২টি, এলজি ১টি, দেশি কাঠের বাঁটযুক্ত পিস্তল ১টি, শটগানের গুলি ২ রাউন্ড, ম্যাগাজিন ১টি, পিস্তলের গুলি ৫ রাউন্ড, শটগানের গুলির খোসা ৭ রাউন্ড, গুলি ৯ রাউন্ড, গুলির খোসা ১৩ রাউন্ড, বারুদের পোঁটলা ২টি এবং ১টি দা জব্দ করা হয়েছে।
আমার বার্তা/এল/এমই
