শাহজালাল বিমানবন্দর থেকে দেড় হাজারের বেশি ইয়াবা উদ্ধার
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১৭:২৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আন্তর্জাতিক যাত্রীর লাগেজ থেকে এক হাজার ৬৪০ অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) রাত ১০টায় বিমানবন্দরে প্রবেশ করে চেক-ইন সম্পন্ন করার সময় এভিয়েশন সিকিউরিটি বিভাগের দায়িত্বরত নিরাপত্তাকর্মী এএসজি আবুল কালাম এই যাত্রীর লাগেজ থেকে অবৈধ ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করেন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, যাত্রী মো. সামির (পাসপোর্ট নং A18310312) ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করার জন্য বিমানবন্দর আসেন। তিনি সিলেটের হবিগঞ্জের চুনারুঘাটের মো. গিয়াস উদ্দিনের ছেলে।
বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ মাদকদ্রব্য শনাক্ত হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীকে অফলোড, আটক ও হেফাজতে নেয়। আইন অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।
বেবিচক আরও জানায়, স্ক্রিনার এএসজি আবুল কালামের সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের কারণেই নিষিদ্ধ মাদক চোরাচালানের এই গুরুতর প্রচেষ্টা ব্যর্থ হয়। বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর এই সফলতা দেশের বিমান পরিবহন নিরাপত্তা ব্যবস্থাকে আরও দৃঢ় করেছে।
আমার বার্তা/এল/এমই
