মা ইলিশ রক্ষায় ২২ দিনে গ্রেপ্তার ৩১৭৩

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৮:৪৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে দেশের নদ-নদীতে ২২ দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ নামের এ অভিযানটি গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে পরিচালিত হয়।

অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ হাজার ১৭৩ জন অপরাধীকে গ্রেফতার করা হয় এবং ১ হাজার ২২১টি নৌযান জব্দ করে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযানের সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাত, বাজারজাত ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। মা ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত এ নিষেধাজ্ঞা কার্যকর করতে নৌ পুলিশ সর্বাত্মক অভিযান চালায়।

অভিযানের শুরুতে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে জেলে, ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ, মতবিনিময় সভা ও প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি নদ-নদীতে সার্বক্ষণিক টহল ও অভিযান জোরদার করা হয়।

অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৬১ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৮৩ মিটার জাল উদ্ধার, ৬২ হাজার ৬৪৪ কেজি ইলিশ মাছ জব্দ, ১ হাজার ২২১টি নৌযান জব্দ এবং ৩ হাজার ১৭৩ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। এছাড়া ৫৩৪টি মামলা দায়ের ও ১ হাজার ৫১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে দোষী ব্যক্তিদের অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়।
 
আমার বার্তা/এল/এমই