অভিনব প্রতারণার ফাঁদ: ঘরে ব্যবহৃত স্বর্ণ থাকলে সন্তান হবে না

প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৩:৪৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধ্যাত্ব সমস্যার সমাধান দিয়ে প্রতারণার জাল পাতে একটি চক্র। সন্তান লাভের আশায় কেউ চক্রের পাতা জালে পা দিলেই শুরু হয় স্বর্ণালংকার হাতানোর মিশন। ঘরে ব্যবহৃত স্বর্ণ থাকলে বাচ্চা হবে না, সেগুলো ঝাড়-ফুঁক দিতে হবে এমন অজুহাতে স্বর্ণালংকার ও টাকা পয়সা হাতিয়ে নিতো চক্র।

পুলিশ বলছে, এই চক্রের খপ্পরে পড়ে ১৫ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল খুইয়ে এক ভুক্তভোগী নিউ মার্কেট থানায় দায়ের করা মামলার তদন্তকালে গত শুক্রবার ৮৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৭ মে) সকালে ডিএমপির রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ এসব তথ্য জানান।

তিনি বলেন, নিউমার্কেট এলাকায় বসবাসকারী আফরোজা বেগম নামের একজন নারী ফেসবুকে ‘বাচ্চা না হওয়া সংক্রান্ত’ একটি বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রতারকরা ভিকটিমকে জানায়, তার ঘরে বা ব্যবহৃত কোনো স্বর্ণ থাকলে বাচ্চা হবে না। সেই কথা বিশ্বাস করে ভিকটিম প্রতারকদের কাছে তার ব্যবহৃত ১৫ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন সরঞ্জাম এসএ পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দেন। কিন্তু স্বর্ণ ও মালামাল হাতে পেয়েই প্রতারকরা ওই নারীকে ব্লক করে দেয়।

এ ঘটনায় আফরোজা বেগম বাদী হয়ে নিউ মার্কেট থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ ও তার সঙ্গীয় ফোর্সরা সাভার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সেখান থেকে একজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মাদপুর থানাধীন বছিলা এলাকার ৪০ ফিট থেকে আরও দুই জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আরিফুর রহমান (২০), মো. আল-আমিন (২৫) ও অনামিকা (২৪)। গ্রেফতারকৃত অনামিকা ও আল আমিন সম্পর্কে স্বামী-স্ত্রী।

এসময় এই দম্পতির বাসায় তল্লাশি চালিয়ে ৮৫ ভরি স্বর্ণ, তিন লাখ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তিন আসামি ও উদ্ধারকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা তারিক লতিফ। এছাড়া চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।


আমার বার্তা/এল/এমই