রাজবাড়ীতে বিএনপির বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৯:৫৬ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির উদ্যোগে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি পেশ করা হয়েছে। দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কর্মসূচি পালন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের আজাদী ময়দানে দলীয় কার্যালয়ে জড়ো হয়। সেখান থেকে বেলা সোয়া ১১টার দিকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বর হয়ে দুই নম্বর রেলগেট পার হলে খাদ্য গুদামের সামনে (পাওয়ার হাউজের আগে) পৌঁছালে পুলিশ তাদের বাঁধা দেয়।

এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান করেন। জেলা বিএনপির নেতারা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপি পেশ করার পরে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী লিয়াকত আলী, সদস্য সচিব কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।

এবি/ জিয়া