লিচু খেয়ে এক পরিবারের ৫ জন হাসপাতালে

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১২:৫৯ | অনলাইন সংস্করণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় লিচু খেয়ে শিশুসহ একই পরিবারের ৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাজার থেকে কেনা লিচু খেয়ে তারা অসুস্থ হয়ে পড়লে গুরুতর অবস্থায় তাদেরকে মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর গ্রামে।

চিকিৎসক জানিয়েছে, শিশুসহ ৫ জন শঙ্কামুক্ত হলেও তাদেরকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার লিখা হয়েছে। এদের মধ্যে অসুস্থ সঞ্জিত ঋষি জানান, তিনি শহরের কালাইশ্রীপাড়ার এক হকার থেকে ১৫০ টাকায় ৫০টি লিচু কিনে বাড়ি নিয়ে গেলে বিকেলে তার বড়ভাবীসহ তার মেয়ে ও ভাতিজারা লিচু খাওয়ার এক পর্যায়ে প্রচুর পেট ব্যাথা ও বমি শুরু হয়। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান ফয়েজ জানান, হাসপাতালে লিচু খেয়ে ৫ জন ভর্তি হয়েছেন। তাদেরকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। লিচুতে কেমিক্যাল অথবা ফুড পয়জনিং এর কারনে তারা অসুস্থ হতে পারে বলে তিনি জানান।

এবি/ওজি