রাজবাড়ী গোয়ালন্দে ওষুধ ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৩ জুন ২০২৩, ১৫:৫৪ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় সুষ্ঠুভাবে ওষুধ ব্যবসা পরিচালনার জন্য সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩ জুন) সকালে গোয়ালন্দ দাখিল মাদ্রাসা ২য় তলায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগস্টিস সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি আলিমুজ্জামান আলীর (বিসিসিএস) সভাপতিত্বে ও  সম্পাদক আলাউদ্দিন ফকিরের সঞ্চালনায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ঔষুধ প্রশাসন সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম মোল্লাহ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসিএস রাজবাড়ী জেলা শাখা সভাপতি শেখ মো: আব্দুর রউফ হিটু, বিসিসিএস রাজবাড়ী জেলা শাখা সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমানসহ অর্ধশতাধিক উপজেলার ওষুধ ব্যবসায়ীবৃন্দ।

মো: শরিফুল ইসলাম মোল্লাহ জানান, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না। কোন দোকানে মেয়াদোত্তীর্ণ  এবং ভেজাল ঔষুধ রাখা যাবে না। লাইসেন্সে যে নিয়মাবলী রয়েছে সেগুলো মেনে ব্যবসা করতে হবে।

এবি/ জিয়া