আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সানির গণসংযোগ

প্রকাশ : ০২ জুন ২০২৩, ১৮:০২ | অনলাইন সংস্করণ

  রাব্বি ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল)

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রাফিউর রহমান খান ইউসুফজাই সানি মাঠ পর্যায়ে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

প্রায় দিনই বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করছেন তিনি। তুলে ধরছেন আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের ফিরিস্তি। মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতাও করছেন। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২ জুন) দুপুরে তিনি উপজেলার উয়ার্শী ইউনিয়নের চর নওগাঁও দক্ষিণপাড়া মসজিদ সংলগ্ন মাঠে বাদ জুমা উঠান বৈঠক এবং বৈঠক পরবর্তী ওই এলাকায় গণসংযোগ করেন।

বৈঠকে মনোনয়ন প্রত্যাশী রাফিউর রহমান খান ইউসুফজাই সানি বলেন, মির্জাপুরে আওয়ামী রাজনীতি থেকে অনেক ত্যাগী নেতা বঞ্চিত। তাদের আমি কাছে ডেকে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছি। তারাও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। এসময় তিনি মির্জাপুরের সন্তান হিসেবে মনোনয়ন দাবি জানিয়েছেন।

অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উয়ার্শী ইউনিয়নের ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও বর্তমান মেম্বার শফিকুল ইসলাম খান। এসময় বক্তৃতা করেন, উয়ার্শী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খান সিটু, বীর মুক্তিযোদ্ধা মো. নয়ন ইসলাম, আনাইতারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, উপজেলা আ.লীগের সাবেক সদস্য সাইদুর রহমান সুফল, উয়ার্শী ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ সরকার, উয়ার্শী ইউনিয়নের ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি এহছাক মিয়া।

এসময় অন্যান্যের মধ্যে জামুর্কী ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মাকছুদুর রহমান খান ইউসুফজাই রেমন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক লেমিনুর রহমান খান ইউসুফজাই রসি, ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, জামুর্কী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আশিষ প্রমুখ উপস্থিত ছিলেন।

এবি/ জিয়া