ভোলায় নির্বাচনী প্রচারণায় ব্যারিস্টার পার্থ, পথে পথে মানুষের ঢল
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৪:৪০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সদর আসনে বিএনপি জোটের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) ভোরে গাড়িযোগে ঢাকা থেকে বরিশাল হয়ে দুপুর সোয়া ১২টার দিকে স্পিডবোট যোগে ভোলা সদর উপজেলার খেয়াঘাটে পৌঁছান তিনি। তাকে অভ্যর্থনা জানাতে ভোলার খেয়াঘাট সড়কে নেমে আসেন কয়েক হাজার মানুষ। এরপর সেখান থেকে ছাদখোলা গাড়িতে চড়ে প্রচারণা শুরু করেন আন্দালিব রহমান পার্থ।
এছাড়া খেয়াঘাট সড়কে প্রচারণা শেষে ভোলা সদরেও প্রচারণা চালাবেন পার্থ এবং এদিন দুপুর বিকেল সাড়ে ৩টা নাগাদ শহরের নতুন বাজারে অবস্থিত বাংলাদেশ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে।
ভোলা জেলা জাতীয় পার্টির (বিজেপি) সাংগঠনিক সম্পাদক মো. নুরনবী ঢাকা পোস্টকে বলেন, বিএনপি ঐক্য জোটের প্রার্থী আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজকে তার ভোলায় আগমন উপলক্ষে গণজোয়ার চলছে, প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। ভোলাবাসী আজকে রাস্তায় নেমে পার্থকে অভ্যর্থনা জানাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
আমার বার্তা/এমই
